0

Java Tag Editor

Posted by Unknown on 15:40
আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা পুঁচকে কিন্তু কাজের সফটওয়্যার। Tag & Rename আমরা মোটামুটি সবাই ব্যাবহার করেছি, তথাপি এর গুনাগুণ সম্বন্ধে আমারা সকলের-ই অবগত। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আয়তন 4.5 MB-র কিছু বেশি। কিন্তু কেমন হবে যদি সেই একই কাজ করা যায় মাত্র 65 KB-র একটা সফটওয়্যার দিয়ে?

আজ্ঞে হ্যাঁ, এবার Tag & Rename-এর কাজ করুন 65 KB-র এই ছোট্ট জাভা সফটওয়্যার দিয়ে, যার নাম MP3 Tag Editor। যদিও বলা বাহুল্য, তবুও বলছি, এই সফটওয়্যারটির দ্বারা আপনি যে কোনও mp3 ফাইলের ID3v1, ID3v2 ও Album art এডিট করতে পারবেন। শুধু mp3 নয়, সব ধরনের mobile supported ও non-supported audio file যেমন- aac, midi, wav, amr, ogg, wma ইত্যাদি ফাইলের ট্যাগ ও এডিট করতে পারবেন। তবে হ্যাঁ, mp3 ছাড়া অন্য ফাইলের ট্যাগ এডিট করার আগে আপনাকে তার extension name “.mp3” করে নিতে হবে।

বেশ, তবে এক বার সংক্ষেপে এই ছোট্ট ওস্তাদের details বলে দিই :

Name: Mp3 Tag editor (আসল নাম tag tools)

Extension: .jar

Platform: Java

Size: 65 KB

Certificate: No

 
ডাউনলোড লিঙ্ক (মিডিয়াফায়ার)



ডাউনলোড লিঙ্ক (ge.tt)




আশা করি এই ছোট্ট উপহার টি আপনাদের পছন্দ হবে এবং কাজে আসবে। জিজ্ঞাসা, অনুরোধ, অভিযোগ ইত্যাদির জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। নতুন বছর সুখে-শান্তি তে কাটুক, ভালো কাটুক, এই কামনা করি।

HAPPY NEW YEAR 2013

HAVE A PEACEFUL YEAR AHEAD.


0 Comments

Post a Comment

Copyright © 2009 SaifExclusive........... All rights reserved. Theme by Laptop Geek. | Bloggerized by FalconHive.