0

এক সাইট থেকে কনভার্ট করুন সকল ফাইল!!

Posted by Unknown on 16:56
বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ফাইল অন্য ফরম্যাটে কনভার্ট করার প্রয়োজন পড়ে। আর এ জন্য আমরা বিভিন্ন সফটওয়ারের সাহায্য নিয়ে থাকি। কিন্তু সমস্যা হল একটা সফটওয়ারে খুব বেশি ফরম্যাট থাকে না আর থাকলেও সেগুলো প্রিমিয়াম যা কিনতে টাকা লাগে। আর ফ্রিতে পাওয়া গেলেও ব্যবহার অনেক কঠিন। তাই আজ আমি আপনাদের সাথে আজ একটি ওয়েব সাইট শেয়ার করছি যেখান থেকে আপনি প্রায় সব ফাইল কনভার্টের কাজ করতে পারবেন।

**ইমেজ – bmp, dwg, gif, ico, jpg, png, pcx, tga, tiff, wbmp, wmf ইত্যাদি।

**অফিস- csv, doc, docx, html, odp, ods, odt, pcx, pdf, ppt, pptx, ps, pub, rtf, txt, wpd, wps, xls, xlsx, xml ইত্যাদি।

**মিউজিক – aac, ac3, flac, m4a, mmf, mp3, ogg, ra, ram, wav, wma ইত্যাদি।

**ভিডিও – 3gp, 3g2, avi, flv, gvi, iphone, ipod, m4v, mov, mp4, mpg, rm, rmvb, vob, wmv ইত্যাদি

**আর্কাইভের মধ্যে রয়েছে 7z, tar, bz2, cab, lzh, rar, tar, gz, yz1, zip ইত্যাদি ফরম্যাট।

চারটা ধাপে কাজটা আপনাকে করতে হবে। ফাইল আপলোড -> ফরম্যাট নির্বাচন -> ইমেইল এড্রেস প্রদান -> কনভার্ট বাটনে ক্লিক। সব কিছু ঠিকঠাক মত থাকলে আপনার দেওয়া ইমেইল এড্রেসে কনভার্ট করা ফাইলের ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সাইটের ঠিকানা হল: এই লিংক

সবাইকে অনেক ধন্যবাদ।
Exclusive By Saiful

0 Comments

Post a Comment

Copyright © 2009 SaifExclusive........... All rights reserved. Theme by Laptop Geek. | Bloggerized by FalconHive.