0

WiFi hacking tool "নতুন বছরের উপহার নিন একটি কার্যকরী WiFi হ্যাকিং টুল (একটু এডভান্স ইউজারদের জন্য)

Posted by Unknown on 14:33
সবাইকে সালাম ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের লেখা শুরু করছি ।

আমার ইতিপূর্বের লেখা গুলো পড়ে ( হ্যাকিং সম্পর্কিত ) অনেকেই অভিযোগ করেছেন যে আমি নাকি অস্ত্র দেই কিন্তু গুলি করা শেখাই না । :পি

আশা করছি আজকের পর সেই অপবাদ কেউ দিতে পারবে না ।



আজকের বিষয় WiFi এর যেকোনো ধরণের নিরাপত্তা বেবস্থা (wep, wpa, wpa2) ভেঙ্গে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড বের করে আনা ।

আজ আমরা WiFi নেটওয়ার্ককে ফিডার খাইয়ে ঘুম পারাবো এবং তার কাছ থেকে সব তথ্য বের করে নেব ।

বিশ্বাস করুন, আমি কোন ফাজলামো করছি না । সেটা কিছুক্ষণ পরেই প্রমান করে দেব ।


যা যা লাগবে :

wirless card ( বিল্টইন / আলাদা )

LinuxLive USB Creator 2.8.18 এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন । ( ৪.৫১ এম বি )

Beini 1.2.3 এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন । ( ৫০ এম বি )

Pendrive ( কমপক্ষে ১ জিবি )



যা করতে হবে :

Beini 1.2.3 ডাউনলোড করে ISO ফাইলটি এক্সট্রাক্ট করে নিন ।

LinuxLive USB Creator 2.8.18 ইন্সটল করে ওপেন করুন ।

00



চিহ্নিত স্থান গুলোতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে দিন এবং শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন ।

( খেয়াল করবেন সব গুলো ট্রাফিক লাইট সবুজ কিনা , অন্যথায় বুঝতে হবে কোথাও সমস্যা রয়েছে । )



Bootable usb drive তৈরি হয়ে গেলে পিসি রিস্টার্ট করুন এবং Pendrive দিয়ে Boot করুন ।

নিচের চিত্রটি দেখুন :

0



কিছুক্ষণ অপেক্ষা করুন ।

এবার নিচের চিত্র অনুসরণ করুন:

Feeding Bottole সিলেক্ট করুন এবং তারপর Yes সিলেক্ট করুন ।

1

এবার নিচের চিত্র অনুসরণ করুন :

2

এবার নিচের চিত্র অনুসরণ করুন :

3

নতুন একটি window ওপেন হবে , এবং স্বয়ংক্রিয় ভাবেই চলে যাবে । অপেক্ষা করুন , কিছুই করবেন না ।

এবার নিচের চিত্র অনুসরণ করুন :

4

এবার নিচের চিত্র অনুসরণ করুন :

নতুন একটি window আসবে ( Aircrack-ng ) , মানে কাজ শুরু হয়ে গেছে । এখন শুধু অপেক্ষা করুন ।

6

দেখুন আমরা কাঙ্ক্ষিত পাসওয়ার্ড পেয়ে গেছি । পাসওয়ার্ডটি হচ্ছে : 14061406

7

এবার পিসি রিস্টার্ট করে আপনার Operating system ওপেন করুন এবং ঐ পাসওয়ার্ড ব্যাবহার করে WiFi কানেক্ট করুন ।

Virtualbox অথবা Vmware দিয়েও কাজটি করতে পারবেন ।

বিঃদ্রঃ

” Hacking is not a crime ”

” কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যাবহার করবেন না ”

এ জাতিও কিছুই বলব না ।

হ্যাকিং এ কারও না কারও ক্ষতি তো হয়েই থাকে , সেটা যেকোনো হ্যাকিং হোক না কেন ।
আর… কারো ক্ষতি করা নিশ্চই অপরাধ ।

তাই নিজ দায়িত্বে ব্যাবহার করুন ।

শেয়ার করলাম আপনাদের জন্য ।

এক্সক্লুসিভ by সাইফুল 
সংকলিত 

0 Comments

Post a Comment

Copyright © 2009 SaifExclusive........... All rights reserved. Theme by Laptop Geek. | Bloggerized by FalconHive.